আমার ভূমিকা
"পৃথিবী জানলে বিষ্মিত হবে যে, মানবজাতির উজ্জ্বল নক্ষত্রগুলোর অধিকাংশই ধর্মের প্রতি অনাস্থা পোষণ করে।"- বলছিলেন জন স্টুয়ার্ট মিল।
এটা সত্যিই বিষ্ময়কর, প্লেটো থেকে শুরু করে আইনস্টাইন, ইবনে সিনা থেকে মহাত্মা গান্ধী, এ পর্যন্ত জন্ম নেয়া দার্শনিক, বিজ্ঞানী ও চিন্তাবিদ দের অধিকাংশই ঈশ্বরের প্রতি বা প্রচলিত ধর্মের প্রতি না-আস্থা পোষণকারী। এবং এটাও বিষ্ময়কর যে তৃতীয় বিশ্ব বা অনুন্নত বিশ্ব, যেখানে মানুষ শিক্ষা-দীক্ষা বা অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে সেখানেই আস্তিকের হার বেশি। বর্তমান হিসেব মতে, পৃথিবীতে ৩৩ভাগ খ্রীস্টান, ১৯ ভাগ মুসলমান, এবং ১৬ ভাগ নাস্তিক, এবং বলাবাহুল্য- এটাও সত্য যে খ্রীস্টানদের মধ্যে অর্ধেকের বেশি নামে মাত্র খ্রিস্টান,আছে নামে মাত্র মুসলিম, হিন্দু এবং অন্যান্য ধর্মের অনুসারী, এই হিসেবে নাস্তিকের হার দাঁড়ায় সবচেয়ে বেশী। এই গ্রন্থটি নাস্তিকদের বাইবেল নামে পরিচিত এবং সমাদ্রিত। এতে সংকলিত একক কোনো ঈশ্বরের বানী নয় বরং শুরুতেই উল্লেখিত মানবজাতির কিছু নখত্রপুঞ্জের স্রষ্টা,সৃষ্টি ও ধর্ম নিয়ে ভাবনা।
খন্ড একঃ সূচনালগ্ন
হয়তো পৃথিবীতে আমাদের কাজ ঈশ্বরের উপাসনাই নয়, সৃষ্টিও।
...Arther C. Clarke
এপিকোরাস(Greek Philosopher) এর পুরনো প্রশ্নগুলোর আজও উত্তর এর অপেক্ষায় আছে। স্রষ্টা কি দুষ্টের দমনে ইচ্ছুক, কিন্তু সমর্থ নয়? তাহলে তিনি ক্ষমতাহীন। তিনি কি সমর্থ কিন্তু ইচ্ছুক নন? তাহলে তিনিই দুষ্ট। তিনি কি সমর্থ এবং ইচ্ছুক? তাহলে দুষ্ট?
...David Hume
মানুষ... এই গর্ব ধারন করে আছে যে, সমগ্র সৃষ্টি তার জন্য, যদিও সমগ্র সৃষ্টি তাদের আস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করে না।
… Camille Flammarion
ভয়ই পৃথিবীতে ঈশ্বরের সৃষ্টি করেছে।
...Petronius
আমরা এখন এখানে কারণ, কিছু মাছ তাদের অদ্ভুত বৈশিষ্টের এনাটমির কারণে পাখনা কে মাটিতে চলনসই পা তে রূপান্তরিত করতে পেরেছিল; কারণ, বরফযূগেও পৃথিবী সম্পূর্ণ বরফে জমে যায়নি; কারণ, আড়াই লক্ষ বছর আগে আফ্রিকায় একটা ক্ষূদ্র জাতি আবির্ভুত হয়েছিল এবং কোনও না কোনও ভাবে টিকে থাকতে পেরেছে। আমরা এরচেয়ে ভালো উত্তর এর জন্য অতিপ্রত্যাশা করতে পারি কিন্তু নেই।
...Stephen Jay Gould
মানুষ ঈশ্বরকে সৃষ্টি করেছে, নাকি ঈশ্বর মানুষকে- এটা না ভাবার সিদ্ধান্ত আমি অনেক আগেই নিয়েছি।
...Fyodor Dostoyevsky
যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো, ঈশ্বর, যে তোমার শরীর সৃষ্টি করেছে, এটা নোংরামী- যদি তুমি ভাবো যে এই শরীর দিয়ে তুমি যা খুশি করতে পারো, তাহলে এই দোষ স্রষ্টার ঘাড়েই বর্তায়।
...Lenny Bruce
ফিতাকৃমির দিক থেকে দেখলে, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন ফিতাকৃমির ক্ষুধা নিবারণে।
...Edward Abbey
ঈশ্বর এর ধারণা এমনই এক ভুল, যার জন্য আমি মানবজাতি কে ক্ষমা করতে পারিনা।
...Marquia de Sade
মানুষ তার নিজের মতো করে ঈশ্বর কে সৃষ্টি করে। শুধুই তার দৈহিক বৈশিষ্টই নয়, তার জীবন ধারার মতো করেও।
...Aristotle
আমরা আমাদের বলি যে, এমন হলে খুবই ভালো হতো, যদি একজন ঈশ্বর থাকতেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং তা হতো স্বর্গের মতো, যদি বিশ্বজুড়ে নৈতিক শৃংখলা থাকতো এবং থাকতো পরজন্ম; কিন্তু এটা দূঃখজনক এই সব কিছুই ঠিক এমন যে, আমরা এইসব হওয়ার জন্য ইচ্ছে করতে বাধ্য।
...Sigmund Freud
অশুভ শক্তি অনেক বৃক্ষ ধংশ করে। বৃক্ষেরা আবার উঠে দাঁড়ায়। ডেইজি’র তুলনায় পিরামিড এক মূহুর্ত ও টিকে থাকার মতো নয়। বুদ্ধ এবং যিশু কথা বলার অনেক আগেই গান গেয়ে এসেছে নাইটিংগেল, তাদের ভাষা অনন্তে হারিয়ে যাওয়ার অনেক পরেও নাইটিংগেল গান গায়। কারণ সে দীক্ষা দিতে চায় না শিক্ষাও না, না দেয় দিক নির্দেশনা না করে যুক্তিতর্ক । এটা শুধুই গান। এবং শুরুতে ভাষা ছিলো না ছিল কলকাকলি।
...D. H. Lawrence
শুরুতে যা ছিলো ‘মতাদর্শ’, শেষে হয় ‘অযাচিত মন্তব্য'।
... Stanislaw Jerzy Lec
খন্ড দুই-কথামালা
সকল মহৎ সত্যের শুরু ‘অবিশ্বাস’ দিয়ে।
...George Bernard Shaw
ঈশ্বর এমন একটি শব্দ, যা প্রকাশ করে তাঁর চাহিদা, আমাদের ধারণা নয়।
...John Stuart Mill
নাস্তিকেরা প্রায়সই ইশ্বর এ অবজ্ঞা করার অভিযোগে অভিযুক্ত হয়, কিন্তু এটা এমন এক অপরাধ যা তারা করতে পারে না... তখন সে কোনো ব্যাক্তিবিশেষ নয় ‘ধারণা’ কেই মূল্যায়ন করে। সে ঈশ্বর কে অপমান করতেই অক্ষম, কারণ সে তার অস্তিত্ত্বই স্বীকার করে না।
...G. W. Foote
ঈশ্বর ধারণা’র প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, এমন কদার্য একটা পৃথিবী সৃষ্টির দায় দেয়ার জন্য।
...Georges Duhamel
ঈশ্বরের স্রষ্টা হিসেবে মানুষ সবসময়ই ছিল এবং আছে।
...John Burroughs
আধুনিক পৃথিবীতে সকল ধর্মীয় জটিলতার কারণ- পাগলাগারদে জেরুজালেম এর অনুপস্থিতি।
...Havelock Ellis
যা কিছুই আমরা সহজে বুঝতে পারি না, আমরা নাম দেই ‘ঈশ্বর’; যা আমাদের মাথা না খাটাতে সাহায্য করে।
...Edward Abbey
এটা কোনো ভাবেই মেনে নেয়ার মতো নয় যে, সব ধর্মই সঠিক, বরং এটাই যুক্তিযুক্ত যে সবগুলোই ভুল।
...Christopher Hitchens
‘অবিশ্বাস’ চিন্তার স্বাধীনতারই নামান্তর।
...Graham Green
‘বিশ্বাস’ মানেই ‘সন্দেহ’।
...Emily DIckinson
এটা ঐতিহাসিকভাবেই সত্য যে, ধর্মে অবিশ্বাসীদের অধিকাংশই যূগ যূগ ধরে অসামান্য গুণে সমাদৃত এবং সম্মানিত।
...John Stuart Mill
সকল চিন্তাশীল মানুষই ‘নাস্তিক’।
...Ernest Hemingway
সকল শিশুই নাস্তিক- ঈশ্বর সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।
...Baron d’Holbach
আমি মনে করি এটা ভুল যে, জীবন কে অর্থবহ করার জন্য কোনো ধর্মের প্রয়োজন আছে।
...Sinclair Lewis
ধর্মকে আমি শিশুতোষ খেলনা হিসেবেই দেখি,
যেখানে কোনো পাপ নেই, আছে অবজ্ঞা।
...Christopher Marlowe
যদি কোনো ঈশ্বর থাকেন, দয়ালু ঈশ্বর, তাহলে আমাদের অনুধাবন করা উচিত যে, তিনি অসাধারণ এক কাজ করেছেন- নির্মম এই পৃথিবী সৃষ্টি করে।
...Dave Matthews
ধর্মতত্ত্বঃ জেনে লাভ নেই এমন কিছু জোড়াতালি দিয়ে জানার অসাধ্যকে জানার চেষ্টা।
...H. L. Mencken
এই মহাবিশ্ব স্বচালিত, এমনিভাবেই এসেছে চিরন্তনভাবে, প্রাথমিক কোনো কারণ ও সঞ্চালক ছাড়াই।
...Marquis de Sade
‘লাঞ্চনাভোগ’...কোনো সামর্থ ছাড়াই মানুষ বিখ্যাত হতে পারে, এমন এক উপায়।
...George Bernard Shaw
আমি বলবো যে আমরা উভয়ই নাস্তিক। আমি তোমার চেয়ে শুধুমাত্র একজন ঈশ্বরে কম বিশ্বাস করি। আমি কেন তোমার ঈশ্বরকে বাদ দিয়েছি এটা তুমি তখনই বুঝবে, যখন, তুমি কেন সম্ভাবনাময় অন্য সকল ঈশ্বরকে বাদ দিয়েছো- এটা বুঝতে পারবে।
...Stephen Henry Roberts
অদ্ভুত, বিস্ময়কর, এবং অসাভাবিক শোনালেও এটা সত্য যে, বিধর্মীরা ধর্মকে ধার্মিকের চেয়ে বেশি গুরত্ত্ব সহকারে বিচার করে।
...Jonathan Miller
খন্ড তিনঃ সু-খবর
ধর্মের রহস্য হলো সার্বিকভাবে অসুস্থদের জন্য কিছু দাওয়াই এর মতো, যার কিছু একেবারে গিলে ফেলা যায় এমন বড়ি, যেগুলোর সুস্থ করে তোলার ‘সদিচ্ছা’ আছে, কিন্তু বেশির ভাগই চিবিয়ে খাওয়ার মতো, যেগুলো নিছক অকার্যকর।
... Thomas Hobbes
মার্ক্স ভুল ছিলেন। ধর্ম মানুষের মাদকাসক্তি নয়। মাদক মানুষকে তন্দ্রাচ্ছন্নতা, অসাড়তা আর বোধহীনতা দেয়। কিন্তু প্রায়সঃই ধর্ম এমন এক ভীতিকর উদ্দেপক এর নাম, যা জাগ্রত করে মানুষের পশুত্ত্ব কে। সবচে ভালো যখন, তখন তা আত্মা কে তুলে আনে আর উঁচু করে কিছু মসজিদ, মন্দির কিংবা চার্চ এর চুঁড়া। সবচে মন্দ যখন তখন সভ্যতা কে পরিনত করে গোরস্থানে।
... Phillip Adams
ধর্ম হলো বিশ্বাসের কেতাদুরস্ত বিকল্প।
... Oscar Wilde
আমাকে ধর্ম ব্যাখ্যা করতে বললে, আমি বলবো- এটা হলো, পারিপার্শিকতার দ্বারা তৈরি আত্মনির্মিত জঘণ্যতার এক রক্ষাকবচ।
... Theodore Dreiser
উপসনালয়গুলো হলো পৃথিবীর সবচেয়ে বড় হারানো ও প্রাপ্তি বিভাগ।
... Robert L. Short
ধর্ম হলো তাই, যা ধনীদের কে গরীবদের হাত থেকে খুন হওয়া থেকে রক্ষা করে।
... Napoléon Bonaparte
উপসনালয়ে ধর্মগীতিগুলো হয়তো আমাদের সবাইকে বিশ্বাসী করতো, কিন্তু ধর্মগুরুদেরকে ও হিসেব করতে হয়।
... Mignon McLaughlin
আবেগঘন উত্তেজনা গুলো মানুষের কাছে পৌছে চা, সিগারেট, হিরোয়িন, মদ ও ধর্মের মাধ্যমে।
... George Bernard Shaw
কত নীচ এবং হিংস্রতর কাজ মানুষ করতে পারে ঈশ্বরের ভালোবাসায়।
... W. Somerset Maugham
মানুষ কখনোই দুষ্টকর্ম এমন সম্পূর্ণভাবে আর আনন্দের সহিত করতে পারে না, যা কিনা সে করতে পারে ধর্মীয় বিশ্বাস এর কারণে।
... Blaise Pascal
সাধারণভাবে বললে- ধর্মের ‘ভুল’ হলো বিপদজনক, আর দর্শনে শুধুই হাস্যকর।
... David Hume
আমি প্রায়সঃই ভাবি যে ধর্মগ্রন্থগুলোর শুরুতেই বলে নেয়া উচিত- “এটা একটা কল্পকাহিনী”। এর মানে ভিত্তিহীন, অর্থাৎ এটা ভ্রান্তবিশ্বাস নির্ভর।
... Ian McKellen
ধর্ম অনেক সমস্যাই সন্দেহ’র হাত থেকে লুকায়িত রাখে।
... Christopher Marlowe
শয়তান ও নিজের প্রয়োজনে ধর্মগ্রন্থ প্রনয়ন করতে পারে।
... William Shakespeare
প্রতিটি অন্ধবিশ্বাসেরই নিজস্ব সময় থাকে।
... Israel Zangwill
বেশির ভাগ ধর্মোক্তিই আমার কাছে বিজ্ঞাপন এর মতো মনে হয়- কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারিনা, ঈশ্বর কি পণ্য নাকি এসব তাঁর সৌজন্যে।
... Mignon McLaughlin
মানুষের ধর্মগুলো অবশ্যই একধরণের অন্যান্য মতিবিভ্রম এর সাথে শ্রেনীভুক্ত হওয়া উচিত। বলা বাহুল্য যে, যারা এসব বিভ্রান্তি ছড়ায় তারা কেউ কোনদিন একে চিনতে পারে নি।
... Sigmund Freud
ধর্মগ্রন্থগুলো চরম হতাশাজনক, মানবতারর জন্য এগুলোর যা করা উচিত ছিলো তা কখনোই করেনি।
... Christopher Morley
খন্ড চারঃ আলোকায়ন এর পুস্তিকা
একটা সময় ছিলো ধর্ম পৃথিবী শ্বাসন করেছে, ওটা অন্ধকার যূগ নামেই পরিচিত।
... —Ruth Hurmence Green
ঈশ্বরে বিশ্বাস, এমন কিছু বিশ্বাস এর চেষ্টা, যা আমাদের সাধারন বুদ্ধি ও মিথ্যা বলে জানে।
... —Elbert Hubbard
একটা বাস্তব উড়ন্ত মৌমাছি একটা অবাস্তব পরীর চেয়ে বেশি গুরত্বপূর্ণ।
... —Ralph Waldo Emerson
যেখানে সূর্যের পূজা করাই নিয়ম, সেখানে তাপতত্ত্ব নিয়ে গবেষণা অপরাধ হিসেবই গন্য হবে, এটাই স্বাভাবিক।
... —John Morley
ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এর তথ্যপ্রমাণ অপর্যাপ্ত এবং আমদের পরিণতির জন্য আমরাই দায়ী, এই বোধই হলো জ্ঞানের প্রথম ধাপ।
... —Paul Kurtz
যার দেখা পাওয়ার কোনো তথ্যপ্রমাণ নেই, তাঁর জন্য আশার সারবত্তাই হলো ঈশ্বরে বিশ্বাস।
... —Saint Paul (Hebrews 11:1)
ধর্মীয় ভাবনা হলো দরজা ছাড়া ঘর থেকে বের হওয়ার চেষ্টা।
... —Albert Einstein
ঈশ্বর যদি কিছু করতেই চান, তাহলে তাঁর ইচ্ছাগুলো আরো পরিষ্কার করা উচিত। সুস্ত ভাবনা-সম্পুর্ণ মানুষ এর আগে তাকে গুরত্ব দিবে না।
... —Samuel Butler
আমি এমন ঈশ্বর এ বিশ্বাস করতে পারি না, যার নাই কোনো রসবোধ, নাই সাধারন বুদ্ধি।
... —W. Somerset Maugham
প্রশ্নঃ কিভাবে তুমি জানো যে তুমিই ঈশ্বর?
উত্তরঃ সহজ, যখন আমি প্রার্থণা করি, আমি দেখি যে আমি নিজের সাথেই কথা বলছি।
... —Peter O’Toole
আমরা আমাদের সমস্ত জ্ঞানই অর্জন করেছি তাঁদের মাধ্যমে যারা অস্বীকার করেছে, যারা স্বীকার করেছে তাঁদের মাধ্যমে নয়।
... —Charles Caleb Colton
মানুষের জীবনের আলাদা কোনো মানে নেই, আমরা যে মানে দেই তাই।
... —Paul Kurtz
মানবজাতি দীর্ঘ সময় ধরে কঠিন সাস্তি পেয়েছে ঈশ্বর সৃষ্টি করে; ঈশ্বরের যাত্রার পরে যন্ত্রনা আর নিধন ছাড়া মানুষ আর কিছু পায় নি। মুক্তির উপায় একটাই মানুষকে অবশ্যই তাঁর পা থেকে স্বর্গ আর নরক এর শেকল খুলে ফেলতে হবে, যেন নতুন এক পৃথিবীতে সে তাঁর আপন সত্ত্বাকে পুনর্জাগরিত করতে পারে।
... —Emma Goldman
উপসনালয়গুলো আমাকে বলে, পৃথিবী সমান্তরাল, কিন্তু আমি জানি পৃথিবী গোলাকার, কারণ আমি চাঁদের গায়ে ছায়া দেখেছি, এবং আমার উপসনালয়গুলোর চাইতে ঐ ছায়ার প্রতিই বেশি বিশ্বাস আছে।
... —Ferdinand Magellan
বর্তমান কাল...সুনির্দিষ্ট’র চাইতে চিহ্ন, মূল এর চাইতে প্রতিলিপি, বাস্তবতার চাইতে পরাবাস্তব আর ভেতরকার চাইতে বহিরাবরন কেউ প্রাধান্য দেয়...এ সময় এর জন্য অতি-কল্পনাই পবিত্র সত্য নয় ।
... —Ludwig Feuerbach
ওরা বলে যে ঈশ্বর সর্বত্র, আর এখনো আমরা ভাবি যে তিনি আমাদের মধ্যকার কেউ নন।
... —Emily Dickinson
ধর্মের জন্য মানুষ তর্ক করতে পারবে, লিখতে পারবে, মরতে ও পারবে, কিন্তু বাঁচতে পারবে না।
... —Charles Caleb Colton
খন্ড পাঁচঃ আমাদের প্রপিতামহরা, যারা স্বর্গে ছবি একেছেন
রহস্যগুলো [ধর্মের] তৈরি করা হয়েছে অসম্ভবের একটা সুবিধাবাদী মুখোশ দেয়ার জন্য।
---John Adams
আমার প্রতিবাশী একেশ্বর না বহুঈশ্বরের কথা বলে, এতে আমার কোনো ক্ষতি হয় না। এটা আমার পকেট চুরিও করে না, পা ও ভাঙ্গে না।
---Thomas Jefferson
বাইবেল আমার বই নয়, ধর্ম আমার পেশাও নয়।
---Abraham Lincoln
প্রতিটি ধর্মের অনুসারীরাই ভাবে তারা সকল সত্যকে ধারন করে আছে এবং অন্যরা ভুল পথে চালিত হচ্ছে; এটা কুয়াশাচ্ছন্ন একদল মানুষের মতো, যখন প্রত্যেকেই তার নিকটবর্তী অংশটুকু পরিষ্কার দেখতে পাচ্ছে আর একটু দুরের জনকে দেখছে ঘোলাটে। মূলতঃ কুয়াশাচ্ছন্ন তাদের প্রত্যেকের দৃষ্টি।
---Benjamin Franklin
অন্য আর দশটা বুদ্ধিমান ও শিক্ষিত মানুষের মতো আমিও বিশ্বাস করি জৈব বিবর্তনবাদে, বরং আমি ভীষন অবাক হই এতদিন পরও এই প্রশ্ন উঠছে দেখে।
---Woodrow Wilson
ধর্ম আমজনতাকে চুপ করিয়ে রাখার জন্য চমৎকার উপায়।
---Napoléon Bonaparte
পৃথিবী আমার দেশ, ভালো কিছু করাই আমার ধর্ম।
---Thomas Paine
আমি স্বাধীনতার জন্য ২০ বছর প্রার্থনা করেছি, কোনো লাভ হয়নি, যতদিন না আমি নিজে পা চালিয়েছি।
---Frederick Douglass
তোমরা কি ভাবো যে আমি কুসংস্কারাচ্ছন্ন? আমি চরম-নাস্তিক।
---Mohandas K. Gandhi
সে যেই হোক, এটা ভাবাই নির্বুদ্ধিতা যে কোনো ঈশ্বর আমাদের কর্মকান্ডের তদারকি করছে। এটা কি অসম্ভব মেকী দায়িত্ব মনে হয় না?
---Pliny the Elder
সঙ্গবদ্ধ ধর্মাচার রাজনীতিতে ধর্ম আনে না বরং ধর্মের রাজনীতি চালু করছে।
---Laurens van der Post
সকল ধর্ম একই কথা বলে, তবু একে অন্যের বিরোধী।
---James Madison
ধর্মের প্রয়োজন ফুরিয়ে যাবে মানুষ যেদিন নিজের দায়িত্ব নেয়ার মতো মানবিক হয়ে ঊঠতে পারে।
---Francisco Ferrer Guardia
No comments:
Post a Comment